রবি এবং এয়ারটেল সিমে বিরক্তিকর এসএমএস আসা বন্ধ করুন


আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশাকরি ভালই আছেন। ভাল থাকারি কথা কেননা SunamBDnet এর সাথে থাকলে কে না ভাল থাকে এই সাইটে আমরা প্রতিনিয়তই চেষ্টা করি নতুন কিছু অজানা ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করতে তো চলে এলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো এয়ারটেল এবং রবি সিমে এই বিরক্তকর এসএমএস আসা কিভাবে বন্ধ করবেন। আমরা যারা মোবাইল ফোন বা স্মার্ট ফোন ব্যাবহার করি সকলেরেই ফোনে দুই একটি সিম থাকে। 
আমাদের সিমে প্রতিদিন এতো এস,এম,এস আসে সেগুলা আমাদের কোনা কাজে লাগেনা কেনো এতো বিরক্তিকর এসএমএস এসে আপনার মোবাইল ফোন লোড করবে। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ৩০ টা এসএমএস আমাদের মোবাইলে আসে, যেগুলোর ভিতর হয়তো একটাও আমাদের কাজে লাগেনা। এই বিরক্তিকর এসএমএস এর জ্বালায় আমরা শান্তিতে থাকতে পারিনা।

এই অফার, সেই অফার, বিভিন্ন টাইপের অফারের মেসেজ তারা দিতেই থাকে, এটা আপনি বাংলালিংক সিম ব্যবহার করেন অথবা গ্রামীন সিম ব্যবহার করেন কিংবা এয়ারটেল অথবা রবি, যে সিমই আপনি ব্যবহার করেন না কেন, এই অতিরিক্ত এসএমএস আসা প্যাড়াটা আপনাকে নিতেই হবে। সিম কোম্পানি আমাদের প্রতিনিয়ত বিভিন্ন অফার দেয় বিভিন্ন অফারের মেসেজ দেয় তাদের জায়গা থেকে অবশ্য এটা ঠিক আছে তারা তাদের মার্কেটিং করছে।
 
কিন্তু এগুলো আমাদের অনেক বেশি ঝামেলার মধ্যে ফেলায়। এতো এতো এসএমএস এর ভিড়ে আমরা আমাদের প্রয়োজনীয় সকল মেসেজগুলো আমরা হারিয়ে ফেলি, হয়তো এমন একটা প্রয়োজনীয় মেসেজ আমাদের এখানে আসার কথা সেই মেসেজটা আমাদের এই অফারের অপ্রয়োজনীয় মেসেজের ভিড়ে হারিয়ে যায়।

এটা আমাদের জন্য সত্যিই অনেক বিরক্তিকর।  ‌যার জন্য আপনাদের মাঝে আজকে আমি এই   এই বিরক্তি দায়ক এসএমএস এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আপনাদের মাঝে এই ট্রিক্সটি নিয়ে এসেছি। তো আপনাদেরকে আমি আজকে এই সলিউশন টাই দিয়ে দিবো যে কিভাবে আপনারা এয়ারটেল এবং রবি সিমে আসা বিরক্তিকর এসএমএস গুলো একদমই বন্ধ করে দিবেন। আপনার সিমে এই ধরনের কোন অফারের বিরক্তিকর ম্যাসেজ আর কখনোই আসবেনা। 

ভয় পাবেন না আপনি যদিও বন্ধ করেন আবার চাইলে এটি অন ও করতে পারবেন। তাই ভয় পাওয়ার কোন কারণ নাই! তো চলুন বেশি কথা না বলে এখন আমরা সরাসরি মূল কাজে চলে যাই।

এয়ারটেল এবং রবি সিম এই বিরক্তিকর মেসেজ গুলো বন্ধ করার আগে, আপনাকে একবার  চেক করে নিতে হবে যে আপনার সিমে এই বিরক্তিকর মেসেস গুলো আসার সিস্টেম টা চালু আছে কিনা। আপনার সিমে এটা চালু আছে কিনা জানতে চেক করে নিন। আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যান  তারপর ডায়াল করুন *7# লিখে এয়ারটেল এবং রবি সিম দিয়ে কল করে দিবেন! 
আপনি আপনার ফোনে *7# লিখে এয়ারটেল এবং রবি সিম দিয়ে কল করে দিবেন তারপর আপনার সামনে  তিনটা অপশন চলে আসবে। এক নাম্বারে যে অপশনটা রয়েছে তা সিলেক্ট করে নিতে হবে। তার জন্য আপনি 1 টাইপ করে Send অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার সিমে এই প্রমোশনাল এসএমএস অফার টা চালু আছে কিনা। যদি চালু থাকে তাহলে আপনি বন্ধ করে নিতে পারবেন! আর যদি চালু না থাকে অলরেডি আগে থেকে বন্ধ করা থাকে তাহলে তো আর বন্ধ করার প্রয়োজন নাই।
আপনি যখনই *৭# ডায়াল করে কল দিবেন আপনার সামনে তিনটা অপশন চলে আসবে এখান থেকে আপনি 2 নাম্বারে দেখবেন আপনার এই অফারটা বন্ধ করার সিস্টেম রয়েছে, এখান আপনি যদি 2 টাইপ করে Send অপশনে ক্লিক করে দিন। তাহলে আপনার মোবাইল এ বিরক্তিকর এসএমএসগুলো আসা বন্ধ হয়ে যাবে। বা বিরক্তিকর প্রমোশনাল এসএমএস এর অফার টা আপনার সিম থেকে বন্ধ হয়ে যাবে। 

তো এই ছিল আজকের পোষ্ট আজকে মতো এখানেই সমাপ্ত দেখা হবে আবার নতুন কোন পোষ্ট নিয়ে সেই পর্যন্তই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

Next Post Previous Post
1 Comments
  • SunamiT24
    SunamiT24 ২৬ অক্টোবর, ২০২০ এ ১০:৫৬ PM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

Add Comment
comment url

Ads