ব্লগের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন এবং গুগোলে সাবমিট করবেন?
আস্সালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন। SunamBDnet এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই, অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আপনারা বোধ হয় টাইটেল দেখে বোঝে গেছেন আজকের পোষ্টটি কি নিয়ে করা। কিভাবে সাইটম্যাপ তৈরী করবো ও গুগলে সাবমিট করবো। বিশেষ করে আপনাদের যাদের ওয়েব সাইট রয়েছে তাদের জন্য Sitemas তৈরি করা খুব গুরুত্বপূর্ণ তাই ভালবাবে পোষ্ট পড়ে নিবেন আর না হয় আগা মাথা কিছুই বোঝবেন না। তাই ভাল করে পড়ে নিন।
সাইটম্যাপ কি? ব্লগের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবো ও গুগোলে সাবমিট করবো?
আপনারা যারা ওয়েব সাইট নিয়ে কাজ করেন তারা নিশ্চয় সাইটম্যাপ নাম শুনে থাকবেন। Sitemap কি সাইটম্যাপ হলো এমন এক ফাইল যার সাহায্যে আপনার ব্লগের সমস্ত পোস্ট গুলো google, bing, yandex এর মতন সার্চইঞ্জিনে দেখাতে সাহায্য করে।
ব্লগ সাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করা জুরুরি আর না হয় আপনার পোস্ট গুলো গুগল সার্চইঞ্জিনে পাবেন না। সাইটম্যাপ তৈরি করলে আপনাদের ওয়বসাইটের সকল পোস্ট গুলো সহজে খুজে পাবেন। গুগল সার্চইঞ্জিন আপনার সাইটের বিষয়ে জানতে পারে ও গুগলের প্রথম পেজে আপনার ওয়েবসাইট নিয়ে আসতে সাহায্য করে। তাই একটি ওয়েব সাইটের জন্য সাইটম্যাপ তৈরি করা খবই জরুরি কারণ তাদের ২-১ টা পোস্ট গুগোল খুঁজে নিলেও সব পোস্ট সহজে খুজে উঠতে পারেনা তাই ব্লগের জন্য সাইটম্যাপ তৈরি করা আবশ্যক।
কিভাবে সাইটম্যাপ তৈরী করবেন?
আশাকরি সাইটম্যাপ কি সেটা আপনারা সহজে বুঝতে পেরে গেছেন। তো এখন আসুন কিভাবে ব্লগার সাইটের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন। আজকের এই পোস্ট খুব সহজেই দেখাব অনলাইনে একটি ওয়েব সাইটের মাধ্যমে ফ্রীতে Sitemap তৈরি করতে পারবেন।
প্রথমে এই লিংকে ক্লিক করুন👉ওয়েরসাইট 👈 করুন। আপনার website url দিয়ে Generate Sitemap ক্লিক করুন। 👇
এবার একটা XML কোড আসবে মার্ক করা কপি করুন। 👇
এবার আবারো মার্ক করা সবটুকু কোড কপি করুন।
👇
আপনার ব্লগারের ড্যাশবোর্ড থেকে Settings এ ক্লিক করুন। Enable custom robots.txt এটা অপ থাকলে অন করে দিন। এবার Custom Robots txt এ ক্লিক করুন। একটা খালি বক্স পাবেন এখানে কোডটা পেস্ট করে Save Changes করে দিন। স্কিনসট অনুযায়ী।
👇