মুজিব শতবর্ষ পুর্তি উপলক্ষে টেলিটক সবাইকে দিচ্ছে ফ্রি টেলিটক সিমকার্ড, সাথে ১৭ জিবি এবং ১০০ মিনিট টকটাইম।
আস্সালামু আলাইকুম,
কেমন আছেন সবাই আশাকরি ভাল আছেন।
আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ টিউন নিয়ে হাজির হয়েছ। আশাকরি আজকের টিউনটি আপনাদের প্রত্যেকের কাজে আসবে। বিষয়:-
বঙ্গবন্ধু শেখ মুজিবের শতবর্ষ পুর্তি উপলক্ষে টেলিটক সবাইকে ফ্রি দিচ্ছে টেলিটক সিমকার্ড সাথে থাকছে ১৭ জিবি ডাটা ইন্টারনেট, ১০০ মিনিট টকটাইম, এবং ১০০ এস,এম,এস একদম ফ্রিতে। টেলিটক সিম মানে প্রয়োজনীয় সিম কেননা, আমরা বিভিন্ন চাকরি বা সরকারি কাজে আবেদনের জন্য টেলিটক সিম থেকে প্রেমেন্ট করতে হয় বা স্কুল-কলেজের উপবৃত্তির টাকা টেলিটক সিমে দেওয়া হয়। কাজেই এই সিমটি সরকার কর্তৃক কাজে প্রদান করা হয় বলে আমাদের এই সিম আমাদের খুব কাজে লাগে। তবে আমি মনে করি টেলিটক সিম প্রত্যেকের জন্য জরুরি। যে কোন সময়ে প্রয়োজন হতে পারে।
এই সিমটি আপনারা টেলিটকের কাস্টমার কেয়ার অথবা টেলিটক সিম বিক্রি করে এমন কোন এজেন্টের কাছ থেকে আপনারা এই সিমটি নিতে পারবেন।
শতবর্ষ প্যাকেজের বিস্তারিত:-
শর্তাবলী সমুহ:-
- টেলিটক সিমটি ফ্রি নেওয়ার জন্য গ্রাহককে ১০০ টাকা রিচার্জ করতে হবে।
- রিচার্জকৃত ১০০ টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে থাকবে।
- এ ছাড়া টেলিটক সিমে ১০০ টাকা রিচার্জে পাচ্ছেন ১০০ মিনিট টকটাইম, ১০০ এস,এম,এস,এবং ১৭ জিবি ইন্টারনেট একদম ফ্রি।
- ফ্রি মিনট, এস,এম,এস এবং ইন্টারনেটের মেয়াদ রিচার্জের দিন থেকে ৩০ দিন।
- ফ্রি অফারটি সিম অ্যাক্টিভেশনের পর একবারই পাওয়া যাবে।
স্পেশাল কলরেট অফার:-
মাত্র ৩৪ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট; মেয়াদ ১০ দিন।
মাত্র ৭৯ টাকা রিচার্জে উপভোগ করুন ৪৫ পয়সা/মিনিট; মেয়াদ ৩০ দিন।
স্পেশাল ইন্টারনেট অফার:-
২ জিবি ইন্টারনেট মাত্র ১৭ টাকায় মেয়াদ: ১৫ দিন।
টেলিটকের দারুন কিছু ইন্টারনেট অফার:-
শতবর্ষ” সিমটি যারা নিতে পারবেনঃ
১৮ বছরের উর্ধ্বে বাংলাদেশের যে কোন নাগরিক যাদের NID কার্ড দিয়ে পূর্বে কোনো টেলিটক সিম নেওয়া হয়নি অথবা শুধু মাত্র একটি টেলিটক সিম নেওয়া আছে কেবল তারাই শতবর্ষ প্যাকেজের সিম নিতে পারবে।
একটি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে কয়টা সিম নিতে পারবেন?
১. NID দিয়ে টেলিটক সিম নিবন্ধন না
থাকলে সর্বোচ্চ দুইটি সিম নিতে পারবেন।
২. NID দিয়ে একটি সিম নিবন্ধন থাকলে
একটি শতবর্ষ সিম নিতে পারবেন।
৩. NID-তে দুই বা ততোধিক সিম থাকলে
শতবর্ষ সিম নিতে পারবেন না।
Source : Teletalk.com.bd