অবৈধ মোবাইল ফোন সেট বন্ধ - আপনার যা জানা জরুরি by Sunamit24
অবৈধ মোবাইল ফোন বন্ধ করা নিয়ে সরকারের তরফ থেকে গত দুই বছরে নানা কথা শুনা গেছে। যেমন এখন আবারো শুনা যাচ্ছে ২০২১ এর এপ্রিল মাস থেকে বন্ধ হবে সব ধরনের অবৈধ মোবাইল ফোন।
অবৈধ মোবাইল ফোন কোন গুলো?
বিটিআরসি'র অনুমদিত নিয়ে যে মোবাইল ফোন গুলো আমদানি বা প্রস্তুত করা হয়নি এর সবিই অবৈধ মোবাইল ফোন। সরকার ২০১৮ সাল থেকে অনুমদিত সব মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল IMEI নাম্বার দিয়ে একটি ডাটাবেজ তৈরি করেছে। এই ডাটাবেজে যদি মোবাইল ফোনের তথ্য না থাকে সেই গুলিই অবৈধ মোবাইল ফোন।
মোবাইল ফোন বৈধ না অবৈধ কিভাবে জানবেন
এই জন্যই একটি পদ্দতি যানানো হচ্ছে তার জন্য আপনার ফোনের IMEI নাম্বারটি প্রথমে বের করতে হবে। আপনার মোবাইলে *#06# এটি টাইপ করলে চলে আসবে আপনার মোবাইল ফোনের IMEI নাম্বার দুটি নাম্বার আসতে পারে আপনি যে কোন একটি নাম্বার কপি করে নিন বা কোথাও লিখে নিন এরপর আপনার মোবাইলের মেসেজ অবসনে যান গিয়ে KYD লিখে একটি Space দিয়ে IMEI নাম্বারটি লিখে বা পেস্ট করে মেসেজ পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে।
এখানে একটু খেয়াল রাখবেন KYD লেখার পর একটি মাত্র Space দিয়ে IMEI নাম্বারটি লেখা হয় কারন একের বেশি Space দিলে অথবা Space না দিলে মেসেজটি কাজ করবেনা। সবকিছু ঠিকটাক লিখার পর মেসেজটি পাঠিয়ে দিন 16002 এই নাম্বারে। এবার ফিরতি মেসেজ আসবে আপনার কাছে যদি বলা হয় ডিভাইসের IMEI বিটিআরসি'র ডাটাবেজে পাওয়া গেছে তাহলে মোবাইল ফোনটি বৈধভাবে আমদানি করেছে এবং এই নিয়ে আপনার দুশচিন্তার কারন নেই। আর সব ঠিকটাক পাঠানোর পর ও যদি মেসেজ আসে এটি ডাটাবেজে পাওয়া যায়নি তাহলে বোঝতে হবে মোবাইল ফোনটি বৈধ নয়।
অবৈধ মোবাইল ফোন গুলি কবে বন্ধ হবে
বিটিআরসি থেকে জানানো হচ্ছে আগামী বৎসর অর্থাৎ ২০২১ সালের শুরুর দিকে এগুলো বাস্তবায়ন করার উদ্দেশ্য রয়েছে। এখানে বলে রাখা দরকার আপনি যদি নতুন মোবাইল ফোন কিনতে যান তাহলে অবশ্যই এই ভাবে নিশ্চিত করে নিবেন যে মোবাইল ফোনটি বৈধ কিনা নয়ত এই নিয়ে পরবর্তীতে আপনাকে ভোগান্তি পোহাতে হতে পারে।
ডাটাবেজে মোবাইল ফোনের তথ্য না থাকলে কী হবে
যখন এই প্রক্রিয়াটির বাস্তবায়ন শুরু হবে তখন সরকার চাইলে আপনার মোবাইল ফোনটি বন্ধ করে দিতে পারে। তবে বিটিআরসির চেয়ারম্যান এক্ষেত্রে জানিয়েছেন মোবাইল ফোনটি দিয়ে যদি কোন অনিয়ম জ্বালিয়াতি বা প্রতারণা না করা হয়ে থাকে তাহলে তারা সেটিকে কোনভাবে রেজিস্ট্রেশন ভুক্ত করার চেষ্টা করবেন। আর সমস্যা হলে সেটির সমাধান করার চেষ্টা থাকবে বিটিআরসির। এখনো যেহেতু প্রক্রিয়াধীন তাই ঠিক কি হবে কিভাবে হবে সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
পুরোনো মোবাইল ফোন গুলোর কি হবে
বিটিআরসি থেকে বলা হচ্ছে ২০১৮ সালের আগের অর্থাৎ ডাটাবেজ নতিভুক্ত শুরু হবার আগের মোবাইল ফোন গুলো বন্ধ করা হবে না।
বিদেশ থেকে আনা মোবাইল ফোন গুলো কি অবৈধ
বিদেশ থেকে আনানো মোবাইল ফোনের ক্ষেত্রে যেহেতু শুল্ক বিভাগের অনুমদিত থাকে তাই এই ক্ষেত্রে অনলাইনে নিবন্ধনের সুযোগ দেওয়ার মত চিন্তা আছে বিটিআরসির এই ক্ষেত্রে এক-দুটির মোবাইল ফোনের সুযোগ দেওয়া হবে। এজন্যই কিনে আনা রশিদ ঠিকমত রাখার পরামর্শ দিচ্ছে বিটিআরসি কিন্তু অনেক বেশি সংখ্যক মোবাইল ফোন আনা হলে সেগুলো অনুমোদন সহজ হবে না তবে এই সব বিষয়ে এখনো চুরান্ত কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।
বেসিক মোবাইল ফোন গুলো কি অবৈধ হতে পারে
IMEI নাম্বার যেহেতু সব ফোনের থাকে তাই বেসিক মোবাইল ফোনগুলো এর আওতায় পড়বে। তবে এই প্রক্রিয়ার মধ্যে Smart Phone গুলোই আগে প্রাধান্য পাবে। এই সব গুলো বিষয় এখনো প্রক্রিয়াধীন তাই ঠিক কিভাবে পুরো প্রক্রিয়াটি বাস্তবায়ন করা হবে সেটা সময় আসলে পরিষ্কার বোঝা যাবে।