নিজের নাম্বার গোপন রেখে যেকোন নাম্বারে কল করুন। সম্পূর্ণ ফ্রি বিশ্বের যেকোন দেশে।
আস্সালামু আলাইকুম, কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভাল আছেন। ''সুনামবিডিনেট'' এর সাথে থাকলেতো সবারই মন ভাল থাকার কথা কেননা এখানে পাবেন নৃত্যদিনের সকল জানা - অজানা নতুন ট্রিক্স।
আজকের টিউনটি কি নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয় টাইটেল এন্ড টাইমন্যাল দেখে বুঝে গেছেন। হে বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার নাম্বারটি গোপন রেখে যে কোন দেশের যে কোন নাম্বারে ফ্রি কল করবেন। আপনি যাকে কল দিবেন সে ব্যাক্তি আপনার নাম্বারটি জানতে পারবে না। সর্ম্পূণ ফ্রিতে কল করতে পারবেন একদম ক্লিয়ার HD কোয়ালিটিতে আর আপনি যাকে কল দিবেন তার কাছে ইন্টারনেট এর দরকার হবে না। শুধু মাত্র আপনার ডাটা কালেকশনটি চালু রাখলেই হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি যাকে কল দিব তার ফোন কি Android হতে হবে। না ভাই আপনি বাটন ফোন থেকে শুরু করে যে কোন ফোনে কল করতে পারবেন। আর আমি তো আগেই বল্লাম আপনি যাকে কল দিবেন তার কোন ডাটা কালেকশন চালু করা লাগবেনা শুধু আপনার ডাটা কালেকশনটি অন রাখতে হবে।
So, এখন আসি মেইন কথায়, অ্যাপটির নাম Any Call এই অ্যাপটিতে আপনি আনলিমিটেড পয়েন্ট আর্ন করে কল করতে পারবেন। স্পিন করে, ডেইলি চেকিং এর মাধ্যমে, রেফার করে, ভিডিও দেখে ও আনলিমিটেড পয়েন্ট আর্ন করতে পারবেন। অন্যান্য অ্যাপ এর কিন্তু পয়েন্ট আর্ন এর লিমিট আছে। কিন্তু এই অ্যাপ এর কোনো লিমিট নেই। আপনি একবার ব্যাবহার করে দেখুন অনেক ভাল লাগবে। আশা করি কেউ খারাপ কাজে ব্যাবহার করবেন না। কথা না বাড়িয়ে কাজের দিকে যাই। প্রথমে নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিনঃ ডাউনলোড
অ্যাপটি ডাউনলোড হয়ে গেল Open করুন তারপর স্কিনশট অনুযায়ী Accept এ ক্লিক করুন।
এখন আমি মেইন কথায় এই অ্যাপটিতে আপনি চার ভাবে পয়েন্ট নিতে পারবেন। ১. স্পিন করে। ২. ডেইলি চ্যাকিং এর মাধ্যমে। ৩. রেফার করে। ৪. ভিডিও দেখে।
ব্যাস কাজ শেষ আজকের টিউনটি এই পর্যন্তই আশাকরি প্রত্যেকেরই উপকার আসবে। টিউন ভাল লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের কে উৎসাহিত করে নতুন টিউন লেখার জন্য আজকের মতো এখানেই সমাপ্তি দেখা হবে আবার নতুন কোন টিউনে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন।
★★খোদা হাফেজ★★
আপনার পোষ্ট আমি প্রতিদিন পড়ি। খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এরকম পোষ্ট দেওয়ার জন্য। এরকম আরও পোষ্ট চাই। আর আপনি চাইলে আমার ব্লগ টাও দেখতে পারেন।
**ODVUT 10
**Odvut 10