সকল সিমের টাকা কেটে নেয়া সার্ভিস বন্ধ করুন ২০২৩
আস্সালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু!
আজকে আপদের মাঝে সেয়ার করব Grameen, Banglalink, Robi, Airtel, Teletalk সিমের মেসেজ এসে টাকা কাটা সার্ভিস গুলো কিভাবে বন্ধ করবেন।
অনেক সময় দেখা যায় আমাদের সিম আমাদের অজান্তে ভুল বসত কিছু অপ্রয়োজনীয় সার্ভিস চালো হয়ে যায় যার কারণে আমাদের সিম থেকে অটোমিটিক টাকা কেটে নেয়। আবার আমরা নিজেরা ও সার্ভিস চালো করে থাকি যার কারণে পরবর্তীতে টাকা কেটে নিতেই থাকে কিন্তু সার্ভিস গুলো কিভাবে বন্ধ করতে হয় তা আমাদের মধ্যে অনেকেই জানে আবার অনেকেই জানেনা। চলুন দেখে নেয়া যাক, কিভাবে সকল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন।
গ্রামীন সিমের সকল টাকা কাটা সার্ভিস কিভাবে বন্ধ করবেন।
*121*6*1# ডায়াল করে বন্ধ করুন । অথবা ১৫৮ এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানান ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
বাংলালিংক সিমের সকল টাকা কাটা সার্ভিস কিভাবে বন্ধ করবেন।
*121*7*1*2*1# ডায়াল করে বন্ধ করুন অথবা অথবা ১৫৮ এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানান ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
রবি সিমের সকল টাকা কাটা সার্ভিস কিভাবে বন্ধ করবেন।
*৯# ডায়াল করে বন্ধ করুন অথবা ১৫৮ এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানান ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস কিভাবে বন্ধ করবেন।
*৯# ডায়াল করে বন্ধ করুন অথবা ১৫৮ এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানান ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
টেলিটক সিমের সকল টাকা কাটা সার্ভিস কিভাবে বন্ধ করবেন।
STOP ALL লিখে মেসেজ দিন 335 এ অথবা ১৫৮ এ ফ্রি কল দিয়ে আপনার কমপ্লেইন জানান ৩০ মিনিটের ভিতরে কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে তখন বলবেন টাকা কাটার সার্ভিস বন্ধ করে দিতে।
সার্ভিস বন্ধ করার পরও অযথা টাকা কাটলে ১০০ ডায়াল করে বিটিআরসির কাছে অভিযোগ জানান।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।